• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাগুরায় জমকালো আয়োজনে দিনব্যাপী বিতর্ক উৎসব 

     dailybangla 
    29th Aug 2025 5:49 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা,মাগুরা: মাগুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা আদর্শ বিতর্ক সংঘের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮: ৩০ মিনিটের সময় উৎসব উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মাগুরা সদর উপজেলার ২৫ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। র‌্যালি শেষে মাগুরা জেলা অডিটরিয়াম মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো.মাহবুবুল আলম।

    এছাড়া অনুষ্ঠানে প্রধান বিতর্ক ব্যক্তিত্ব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব ও বিশেষ বিতর্ক ব্যক্তিত্ব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এমডিএফ বিডি খুলনা অঞ্চলের তাকদিরুল গনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহনে আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সনাতনী স্কুল বিতর্ক, তাৎক্ষণিক বিতর্ক অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬টি বিতর্ক ক্লাবের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিতর্কিকদের অংশগ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031