শেখ হাসিনা পালিয়ে গেছেন,বিপদে রয়েছেন নেতাকর্মী: ফয়সল আলিম
মো.নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষে জয়পুরহাটে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের বাঁকিলা, মাধাই নগর, আমদই, ও চৌমুহনী বাজারে পৃথক পৃথক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলিম।
এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট শহর যুব দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, থানা ছাত্র দলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল ও জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল।এ সময় আগামী জাতীয় নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিম বলেন-৫ আগস্ট শেখ হাসিনা তার বোনসহ আত্মীয় স্বজনকে ছেড়ে ভারতে পালিয়ে গেছে। কিন্তু বিপদে রেখে গেছেন হাজার হাজার নেতাকর্মীদের। যারা আওয়ামী লীগ করেন, তাদের মধ্যেও কিছু ভাল ব্যক্তি আছে, আজ শেখ হাসিনার কারনে তারাও দূরঅবস্থায় রয়েছেন। এর আগে এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিরতণ ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান।
বিআলো/ইমরান