টিকটক তারকা হয়ে গ্রামে ফিরলেন মোশাররফ করিম
কেন বিশেষ ‘সেলিব্রেটি জ্যাকি’?
বিনোদন প্রতিবেদক: টিকটক ও ইউটিউবের হাত ধরে রাতারাতি তারকা হওয়ার গল্প এখন আর অচেনা নয়। আর সেই বাস্তবতাকেই পর্দায় রঙিন আঙ্গিকে হাজির করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নতুন নাটক ‘সেলিব্রেটি জ্যাকি’-তে তিনি হয়ে উঠেছেন গ্রাম থেকে হারিয়ে যাওয়া জহির সরদার, যিনি পরে ভাইরাল টিকটক সেলিব্রেটি ‘জ্যাকি’ নামে দেশে-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু।
গল্পে দেখা যায়—হালিমপুর গ্রামে সেলিব্রেটি জ্যাকির আগমনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশাল সংবর্ধনার। কয়েকজন দেহরক্ষীর আড়ালে ঘুরে বেড়ানো এই তারকার চারপাশে ভিড় জমে হাজারো ভক্তের। অথচ একসময় ছিলেন বেপরোয়া জীবনযাপনে ডুবে থাকা এক সাধারণ যুবক, গ্রামের মানুষ যাকে ভুলতে বসেছিল।
নাটকটির কাহিনি লিখেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। পরিচালক জানান— “এ নাটকে বর্তমান সময়ের টিকটক সংস্কৃতি, সামাজিক প্রতিক্রিয়া আর বিনোদনের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকরা এতে হাসি, চমক আর ভিন্ন রকম এক গল্প খুঁজে পাবেন।”
নাটকটি প্রচারিত হয়েছে বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে। এতে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, হ্যাপি মম, মাসুদ হারুন, আমিন আজাদসহ অনেকে।
গ্রামীণ প্রেক্ষাপটে গড়া আধুনিক তারকাখ্যাতির এই নাটক দর্শকদের মনে করিয়ে দেয়—কীভাবে ডিজিটাল দুনিয়া আজকের বাস্তবতা পাল্টে দিচ্ছে, আর সাধারণ মানুষকে বানিয়ে দিচ্ছে “সেলিব্রেটি জ্যাকি”।
বিআলো/তুরাগ