• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাকরাইলে জাপা-গণঅধিকার সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত নুরুল হক নুর, আহত ৫০ 

     dailybangla 
    30th Aug 2025 4:36 am  |  অনলাইন সংস্করণ

    রাজনৈতিক উত্তেজনা ও লাঠিচার্জের রহস্য

    ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনা ও ত্রাসের নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত নুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনায় আরও ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এই রাজনৈতিক উত্তেজনা ও লাঠিচার্জের নেপথ্যে কি?

    অনুসন্ধানে জানা যায়, রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টার মধ্যে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের চলছিল। এ ঘটনায় ইট পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হঠাৎ পুলিশের বেধড়ক লাঠিচার্জের শিকার হন গণধিকার পরিষদের নেতা কর্মীরা। এ সময়ে প্রকাশ্যে হামলা হয় গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ অর্ধশত নেতাকর্মীর ওপর।

    হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, গণঅধিকার পরিষদের দলীয় অফিস আল রাজি কমপ্লেক্সের সামনে এসে সংবাদ সম্মেলন শুরুর পর অবস্থানরত ভিপি নুর সহ পরিষদের নেতাকর্মীদের উপর অতর্কিত লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    নুরের উপর পুলিশ ও সেনাবাহিনীর নির্যা’তনের পাশাপাশি লাল শার্ট পরিহিত সিভিল পুলিশের সদৃশ্য একজন লোককে বাঁশ দিয়ে একটানা আঘাত করতে দেখা যায়। এ সময় সেই হামলাকারী পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বারবার সজোরে মাথায় আঘাত করে নুরুল হক নুরকে। এ ঘটনার দৃশ্য নিতে গিয়ে পুলিশের ত্রিমুখী হামলায় আহত হন আরও বেশ কিছু গণমাধ্যম কর্মী। শাহবাগ ও রমনা থানা প্রশাসন ইতোমধ্যে জানিয়েছেন তিনি পুলিশের কেউ নন। এই লোকটা তাহলে কে?

    ২৯ শে আগস্ট শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর বিজয় নগরে এ ঘটনার প্রত্যক্ষ্য করেন নগরবাসী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় বিজয়নগরের এলাকার রাস্তাগুলোতে আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। অনেক পথচারী বাড়ি বা আশেপাশের দোকানে আশ্রয় নিয়েছিলেন। তারা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজধানীতে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এই ধরনের তীব্র লাঠিচার্জ আগে দেখা যায়নি।

    ঘটনার সূত্রপাত ঘটে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, যখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে আসেন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

    গণঅধিকার পরিষদের অভিযোগ, জাপার নেতাকর্মীরাই মিছিলে ইট নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করে। অপরপক্ষে, জাপার পক্ষ দাবি করে, মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

    অপরদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এ সময় পুলিশ হঠাৎ লাঠিচার্জ চালায়, যা সংঘর্ষকে আরও তীব্র করে তোলে। এছাড়া সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নুরুল হক নূর সহ বেশ কয়েকজনকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নূরকে  আইসিওতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে নুরুল হক নূরের ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক।

    গন অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিচার না করে তাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়। রাত ৯ টায় ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। সংঘর্ষের সময় নুরুল হক নুর সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তার দাবি, সংঘর্ষের সময় সেখানে প্রায় ৩০০–৪০০ জন উপস্থিত ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল একটি ‘বেআইনি সভা’ ছিল। সভায় জাপার নিবন্ধন বাতিল ও চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। তার মতে, মিছিলটি রাজনৈতিক উস্কানিমূলক ও বেআইনি, যা জাপার নেতাকর্মীদের ওপর আক্রমণ ঘটায়।

    আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করেছেন। তবে অভিযুক্তদের গ্রেফতার, আহতদের চিকিৎসা ও পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়গুলো নজরদারিতে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, গুরুতর আহতদের মধ্যে কিছুজনকে অস্ত্রোপচার বা বিশেষ চিকিৎসা দেওয়া হতে পারে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হলেও সেনা ও পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি এখন সীমিতভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

    এদিকে নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি অবরুদ্ধ হন।

    সরেজমিনে থাকা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।

    গণধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করেছে। তারা কোনো কথাই শোনেনি।

    ভিপি নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর রক্তাক্ত হামলার পর,  নুরুল হক নূরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করে গণঅধিকার পরিষদের দলীয় অফিস আল রাজি কমপ্লেক্সের সামনে এসে সংবাদ সম্মেলন শুরুর পরে ভিপি নুরের উপর কেন এই টার্গেটেড হামলা?

    বিজয়নগর পানির ট্যাংক মোড় হতে প্রায় ৩০০ মিটার দূরে আল রাজি কমপ্লেক্সের সামনে এসে কেন এ্যাটাক করা হলো! এমনকি গণঅধিকার পরিষদের অফিসে ঢুকেও ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। আমাদের প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। ভিপি নুরকে চিরতরে শেষ করে দেওয়ার এই হীন কৌশলই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত?

    প্রসঙ্গত, কাকরাইলে সংঘটিত এই ঘটনা শুধুই রাজনৈতিক দ্বন্দ্ব নয়; এটি রাজনৈতিক উত্তেজনা, ক্ষমতার লড়াই এবং মানবাধিকার সংকটের প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষ প্রমাণ করছে যে রাজনৈতিক মিছিল এবং বিক্ষোভ এখন শুধু মত প্রকাশ নয়, শক্তি প্রদর্শনের একটি কৌশল।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031