মায়ানমার পাচারের সময় সমুদ্রে আটক ৮৭ বস্তা আলু ও ৯০০ শীতল পাটি
নাজিরারটেক উপকূলে পাচারকারীদের বোট ফেলে পালানো, কোস্ট গার্ডের জালে বিপুল পণ্য
নিজস্ব প্রতিবেদক: মায়ানমার হতে অবৈধভাবে পণ্য পাচারের সময় বাংলাদেশ কোস্ট গার্ড একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে ৮৭ বস্তা আলু এবং ৯০০টি শীতল পাটি জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ২ হাজার ২৫০ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার বিকালে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ আগস্ট) ভোররাত ২টার দিকে সদর থানাধীন নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এক সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করা হয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।”
তিনি আরও জানান, ধাওয়ার পর বোটটি নাজিরারটেক বেরন পাড়া সংলগ্ন এলাকায় চরে উঠিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আলু এবং শীতল পাটি জব্দ করা হয়। তবে বোটের তলা ফেটে তা পানিতে ডুবে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমরা সর্বদা দেশের সীমান্ত রক্ষা এবং জনগণকে অবৈধ কার্যক্রম থেকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকব।”
এ অভিযান কোস্ট গার্ডের সক্রিয় ভূমিকার প্রতিফলন হিসেবে চিহ্নিত হচ্ছে, যা সমুদ্রপথে চোরাচালান ও পাচারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রমাণ করে।
বিআলো/তুরাগ