জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট শুভ উদ্বোধন
মো.রাকিব হাসান,জামালপুর:জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট শুভ উদ্বোধন করেন শনিবার দুপুরে জামালপুর স্টেডিয়াম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার অয়োজনে এবং জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগীতায় ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাবার সভাপতিত্বে করেন জেলা প্রশাসক হাসিনা বেগম,প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সচিব, রেজাউল মাকছুদ জাহেদী।
অন্যান্যদের মধো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার , সৈয়দ রফিকুল ইসলাম পিপি এম সেবা,ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি, আব্দুল্লা আল ফুয়াদ রেদুয়ান সহ অন্যান্য সরকারী দপ্তরের কমকর্তাবৃন্দ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট খেলায় ২ গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফুটবল খেলাটিতে অংশ নেন, জামালপুর সদর উপজেলা বনাম মেলান্দহ উপজেলা। পড়ে ,জামালপুর সদর উপজেলাকে ৩-২গোলে পরাজিত করে মেলান্দহ উপজেলা বিজয় লাভ করে।
বিআলো/ইমরান