• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেপাল সফরে হামজাকে ছাড়াই প্রস্তুতি! 

     dailybangla 
    02nd Sep 2025 1:48 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, তবে কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, তাকে ছাড়াই দল প্রস্তুত।

    আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

    অবসান হলো জাতীয় দলের ক্যাম্প নিয়ে চলা লুকোচুরি। বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে নিয়েই প্র্যাক্টিস সারলো বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য সেট লাল সবুজের সব স্ট্র্যাটেজি কিংসের ফুটবলাররা দেরি করে ক্যাম্পে যোগ দিলেও তাতে ভ্রুক্ষেপ নেই কোচ হ্যাভিয়ের কাবরেরার। তাদের নিয়েই সন্তুষ্ট স্প্যানিশ বস।

    দীর্ঘদিন ধরে গুঞ্জন, নেপালের বিপক্ষে দুই ম্যাচের জন্য পাওয়া যাবে হামজা চৌধুরীকে। ক্লাবের কাছে বেশ কিছুদিন আগেই হামজাকে পেতে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজাও নাকি দলে যোগ দিতে আছেন মুখিয়ে। তবুও, এখনও ধোঁয়াশা হামজার অন্তর্ভুক্তি নিয়ে। আদৌ এই দুই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় খোদ টিম ম্যানেজমেন্ট। এই লেস্টার সিটি তারকাকে ছাড়াই পরিকল্পনা করেছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। জিততে চান তাকে ছাড়াই।

    বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে। এই দলটি প্রস্তুত নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’

    এদিকে, হামজার উপস্থিতি দলকে করে উদ্দীপ্ত। তার কাছ থেকেই ভালো খেলার উৎসাহ পান ফুটবলাররা। তাই এই লেস্টার তারকার অনুপস্থিতির শঙ্কা ভাবাচ্ছে তপু বর্মনকে। তবে, নেপালের ভিন্ন কন্ডিশন আর মাঠ জটিলতা নিয়ে চিন্তায় আছেন এই কিংস ফুটবলার।

    বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মন বলেন, ‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে। যদি সে আসতে না পারে আমাদের একটু কষ্ট হবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।’

    আগামী ৩ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ বাহিনী। এর আগে ফর্টিস এফসির বিপক্ষে একটি প্র্যাক্টিস ম্যাচ খেলবে হ্যাভিয়ের কাবরেরার শীষ্যরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930