• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০ 

     dailybangla 
    02nd Sep 2025 3:44 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধারে এখনও চলছে তৎপরতা। পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে তালেবান সরকার।

    মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এ খবর।

    মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেন, ‘আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাই এই সংখ্যা ব্যাপক হারে পরিবর্তিত হতে পারে।’

    তিনি বলেন, ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং সড়ক বন্ধ হয়ে ছিল। সেগুলো পুনরায় চালু করা হয়েছে। বাকি রাস্তা খুব শিগগিরই খুলে দেওয়া হবে যাতে দুর্গম এলাকায়ও পৌঁছানো সম্ভব হয়।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত রোববার আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

    শক্তিশালী কম্পনে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাহাড়ধসে একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প-প্রবণ দেশটিতে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এটি কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়।

    এর আগে ২০২৩ সালে পশ্চিম আফগানিস্তানে হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তার আগের বছর পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার ফলে কমপক্ষে ১০০০ মানুষ মারা যায় এবং আরও ৩০০০ জন আহত হন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930