• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এনএ অধিবেশন বর্জনের ঘোষণা পিটিআইয়ের, পার্লামেন্টের বাইরে সমাবেশ 

     dailybangla 
    02nd Sep 2025 5:25 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংসদের একাধিক কমিটি থেকে পদত্যাগের পর এবার জাতীয় পরিষদের (এনএ) অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির ইংরেজি দৈনিক দ্য নিউজ এ তথ্য জানায়।

    দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পিটিআই-এর সদস্যরা পার্লামেন্ট হাউজের বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করবে।

    ৯ মে-র দাঙ্গাসংশ্লিষ্ট মামলায় সাজাপ্রাপ্তির পর সাবেক বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব, শিবলি ফারাজসহ পিটিআই-এর একাধিক আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়। এরই প্রেক্ষাপটে দলটি অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নেয়।

    পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার আলী খান জানান, সংসদীয় দলের সব সদস্য এই সিদ্ধান্তে একমত হয়েছেন। তিনি বলেন, আমাদের সদস্যদের অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং আমাদের কথা বলারও সুযোগ দেওয়া হয়নি। এমনকি স্বাধীনতা দিবস উদযাপন করতেও অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা এখন শান্তিপূর্ণ প্রতিবাদ করবো।

    তিনি আরও বলেন, আমরা সংসদীয় পথে দাবি উত্থাপনের চেষ্টা করেছি। কিন্তু আমাদের বারবার বাধাগ্রস্ত করা হয়েছে।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে পিটিআই-এর তথ্য সচিব ওয়াকাস আকরাম বলেন, সদস্যরা বৈঠকে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত থাকবেন এবং তারপর প্রতিবাদ জানাতে বের হয়ে আসবেন। তিনি নিশ্চিত করেন, পার্লামেন্টের বাইরে দলের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930