রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীরা ভোটার তালিকায় যুক্ত, সময় বাড়লো মনোনয়নপত্র বিতরণের
dailybangla
02nd Sep 2025 5:56 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণের সময়সীমাও আরও একদিন বাড়ানো হয়েছে।
নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে শাখা ছাত্রদল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছিল। এছাড়া ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
এদিকে হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম মঙ্গলবার শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিআলো/এফএইচএস