পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
এস এম আলমগীর চাঁদ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার বেড়ায় ৬৮ নম্বর পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন বিভক্তির প্রতিবাদে এবং আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন তালিকা বাতিলের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পেঁচাকোলা চারমাথা মোড়ে “পাবনা-১ নির্বাচনী এলাকা পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি”-র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না, মানবো না”, “আসন পুনর্গঠনের সিদ্ধান্ত বাতিল করতে হবে”, “সাবেক পাবনা-১ আসন ফিরিয়ে দাও”। তারা বলেন, আসন পুনর্বহাল না হলে আন্দোলনের মাধ্যমে আসন ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাধীনতার পর থেকে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনটি সাঁথিয়া উপজেলা এবং বেড়ার আংশিক এলাকা নিয়ে গঠিত ছিল। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়ায় সাঁথিয়াকে আলাদা করে পাবনা-১ আসনে রাখা হয়েছে এবং বেড়া উপজেলাকে সুজানগরের সঙ্গে যুক্ত করে পাবনা-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমন সিদ্ধান্তে এলাকাবাসীসহ রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই তারা আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বিআলো/তুরাগ