• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পোড়ানোর অভিযোগ 

     dailybangla 
    06th Sep 2025 11:53 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’ এর কবর, বাড়ি ও দরবার শরিফে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এমনকি মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

    শুক্রবার দুপুরের পর হামলার এই ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

    গোয়ালন্দে হামলা ও সংঘর্ষের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হন। তাঁর বাড়ি গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের জুটমিস্ত্রিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আজাদ মোল্লার ছেলে।

    গতকাল এক বিবৃতিতে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একে অমানবিক ও জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করে সরকার বলেছে, এ ধরনের কর্মকাণ্ড দেশের মূল্যবোধ, আইন এবং সভ্য সমাজব্যবস্থার প্রতি সরাসরি আঘাত।

    গোয়ালন্দে গতকাল জুমার নামাজের পর উত্তেজিত জনতা নুরাল পাগলার দরবার শরিফে হামলা চালায়। জানা গেছে, গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার মৃত্যুর পর তাঁকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরিফের আদলে তৈরি এক কবরস্থানে দাফন করা হয়।

    এ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে আন্দোলনে নামে জনতা।

    এরই ধারাবাহিকতায় গতকাল স্থানীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশ শেষে মিছিল বের করে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালায়। দরবারের ভক্তরা পাল্টা প্রতিরোধে নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    চলে ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের প্রয়োগ। জনতা নুরাল পাগলার মরদেহ তুলে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এনে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

    সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন অন্তত ২২ জন। সেখান থেকে ১৯ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।

    তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

    ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়। বর্তমানে গোয়ালন্দে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ফরিদপুর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930