• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদে মিলাদুন্নবী (দ.): রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত 

     dailybangla 
    06th Sep 2025 3:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ১২ রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাকজমকপূর্ণ জশনে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্সূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতা এতে অংশগ্রহণ করেন।

    শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার উদ্যানে ফিরে আসে এবং শান্তি মহাসমাবেশে মিলিত হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। এবারের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর ১৫০০ বর্ষপূর্তি উপলক্ষে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।

    শোভাযাত্রার অগ্রভাগে ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ লেখা ব্যানার শোভা পায়। অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বিশাল জাতীয় পতাকা বহন করে রাজধানীর রাস্তায় ধর্মীয় আবহ সৃষ্টি করেন। চারদিকে ধ্বনিত হয় নারায়ে তাকবির ও নারায়ে রিসালতের স্লোগান।

    শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএসপি চেয়ারম্যান শাহ্সূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব। অথচ আজ পৃথিবীজুড়ে চলছে যুদ্ধ-বিগ্রহ, সন্ত্রাস ও অমানবিকতা। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন।

    তিনি আরও বলেন, আমাদের উচিত ঈদে মিলাদুন্নবী (দ.)-এর পবিত্র বার্তা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করা। তবেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার আলো ছড়িয়ে পড়বে।

    শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পীরজাদা মুফতী মাওলানা বাকী বিল্লাহ আল-আযহারী। অতিথি ও আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আল্লামা প্রফেসর ড. আবদুল্লাহ আল মারুফ, যুগ্ম মহাসচিব মাওলানা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মুফতী মাওলানা গিয়াস উদ্দিন আত-তাহেরী, পীরে তরীক্বত মুফতী গোলাম মহিউদ্দীন লতিফী, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাজহার, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব ও বিএসপি সিনিয়র কো-চেয়ারম্যান কাজী মো. মহসীন চৌধুরী, গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান, মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের আহ্বায়ক শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, যুগ্ম আহ্বায়ক শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীনসহ অনেকে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930