• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডাকসু নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী জাতীয় ছাত্র সমাজ 

     dailybangla 
    06th Sep 2025 5:11 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিবেদক: আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫-এ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

    সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী মুহাম্মদ মহসীন হলের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ রাকিব (ব্যালট নং-২২)। সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন কবি জসিম উদ্দিন হলের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজমুল আলিফ (ব্যালট নং-১৩)। আর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাহাত (ব্যালট নং-৭৩)। পুরো প্যানেল আগামী ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

    জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মো. আসিফুজ্জামান অর্পন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “একটি সংগঠন বা একটি শিক্ষার্থী প্যানেল এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ শিক্ষার্থীবান্ধব করতে পারবে না। এর জন্য দরকার সংগঠনিক ঐক্য, সাদাকে সাদা ও কালোকে কালো বলার সাহস, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা।”

    তিনি আরও বলেন, “আমাদের সেই অকুতোভয় মানসিকতা ও সদিচ্ছা আছে। ঢাবির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতাই আমাদের কাম্য। আমরা একসাথে শিক্ষার্থীবান্ধব একটি বিশ্ববিদ্যালয় গড়তে চাই। তাই আমরা ডাকসু নির্বাচনে জয়ী হব বলে শতভাগ আশাবাদী।”

    জাতীয় ছাত্র সমাজের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ রোধ, হলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত, মাদকমুক্ত ক্যাম্পাস গঠন,সংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি।

    তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। কেবল সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সবচেয়ে বেশি ২১৭ জন প্রার্থী।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোও অংশ নিচ্ছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031