মুকসুদপুরে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কোরআন শরিফ বিতরণ
বাদশাহ মিয়া,মুকসুদপুর:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)—হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্ম ও ওফাত দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কোরআন শরিফ ও রেহাল বিতরণ হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, নারায়নপুর আল জামেয়াতুর রাহমানিয়া এতিমখানা মাদ্রাসা, খাপুরা এতিমখানা মাদ্রাসা, এবং মহারাজপুর দারুল উলুম শাহ্ গুলজারীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে, এক অনুপ্রাণিত ও আত্মিক পরিবেশে কোরআন শরীফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা শিহাবউদ্দিন আনসারী, হাফেজ মাওলানা আবদুল্লাহ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ সভাপতি মেহের মামুন, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আরটি হাসান, ক্রিড়া সম্পাদক খালিদুজ্জামান মুন্সী টনি, সদস্য ওয়াসিম মিয়া প্রমুখ।
কোরআন শরীফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নবীজির (সা.) আদর্শে জীবন গঠনের প্রেরণা জাগানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, এই ক্ষুদ্র প্রয়াস নবী করিম (সা.)-এর আদর্শে একটি আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
কোরআন শরিফ বিতরণ শেষে বিকেলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে হযরত মুহাম্মদ (সা.) এর সকল উম্মতের জন্য দোয়া করা হয়।
বিআলো/ইমরান