ভোলার ইলিশায় কোস্ট গার্ডের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
৩৮৫ জন অসহায়, গরীব ও শিশু পেলেন চিকিৎসা সেবা ও ঔষধ
নিজস্ব প্রতিবেদক: ভোলার ইলিশায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠানটি উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের দুঃস্থ মানুষদের আস্থার প্রতীক হিসেবে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করে আসছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোলার সদর থানাধীন ইলিশার মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩৮৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিআলো/তুরাগ