নবীনগরে চেক প্রতারণার মামলা করায় ব্যবসায়ী উল্টো হয়রানির শিকার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ চেক ডিজঅনার মামলার পর ব্যবসায়ী কাওসার আলম শিবু নানা ধরনের হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন।
শিবু জানিয়েছেন, তাসলিমা বেগম প্রতারণামূলক আচরণ করেছেন। পাড়া প্রতিবেশীর মাধ্যমে জমি ক্রয়ের প্রস্তাব দিয়ে ২০২৩ সালের অক্টোবর মাসে দুই মাসের জন্য ১৫ লাখ টাকা হাওলাত নেন। নির্ধারিত সময় পার হওয়ার পরও টাকা পরিশোধ না করে বিভিন্ন বাহানা শুরু করেন। পরে ২০২৪ সালের জানুয়ারিতে শিবুর নামে ১৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন (নং ৮১২৫৫৯২, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৫৮৯৯), যা ২০২৪ সালের ৩০ জুন চেক ডিজঅনার হয়।
চেক প্রতারণার মামলা দায়ের করলে শিবুর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে তাসলিমা বেগম নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মিথ্যা মামলা করেন। ওই মামলায় ১৫ দিনের কারাবাসের পর জামিনে মুক্তি পান শিবু। জামিনে আসার পর থেকে শিবু নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। শিবু জানান, “আমি আইনের আশ্রয় নিয়েছি, তবুও উল্টো আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনও তাসলিমা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে প্রাণে মেরে ফেলার হুমকি পাচ্ছি।”
স্থানীয়রা বলেন, শুধুমাত্র শিবু নয়, আরও অনেকে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে।
এ ব্যাপারে তাসলিমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেয়নি।
বিআলো/তুরাগ