ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু, প্রথম ভোট দিলেন মোদি
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ১০টায়। সংসদ ভবনে ভোটদান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সন্ধ্যা ছয়টা নাগাদ ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। প্রথম ভোটটি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির
মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় ইস্তফা দিলে নতুন নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বিতা শাসক এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়া মনোনীত দুই প্রার্থীর মধ্যে। এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল ও তামিলনাড়ুর সাবেক বিজেপি সভাপতি সি পি রাধাকৃষ্ণন।
এদিকে এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি এনডিএ ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।
বিআরএস, বিজেডি এবং শিরোমণি অকালি দলের মতো অনেক রাজনৈতিক দল এই ভোটদান থেকে বিরত আছে। তবে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয়ের সম্ভাবনা স্পষ্টভাবে বেশি বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শুরু হবে এবং ফলাফল রাতেই ঘোষণা করা হবে।
এর আগে গত জুলাইয়ে স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়। এনডিএ এরপর দ্রুত প্রার্থী ঘোষণা করে—অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। দলীয় কৌশল ছিল দক্ষিণ ভারতের একজন পরিচিত মুখকে সামনে আনা।
প্রতিপক্ষও সময় নষ্ট করেনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে একক প্রার্থী ঘোষণা হয়—বি. সুদর্শন রেড্ডি। বিচারপতি হিসেবে তার ক্যারিয়ার যেমন সমৃদ্ধ, তেমনি তিনি অন্ধ্রের ভূমিপুত্র। বিরোধীদের কাছে তিনি ‘ক্লিন ইমেজ’–এর প্রতীক।
বিআলো/শিলি