ঢাকা-১২ আসনের উন্নয়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার আনোয়ারুজ্জামান আনোয়ারের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সদস্য ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, “ঢাকা-১২ আসনের উন্নয়নে সবসময় জনগণের পাশে থাকতে চাই।”
বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজার ও শাহীনবাগে পৃথক দুটি মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সভায় এলাকাবাসী তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন।
প্রতিক্রিয়ায় আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন,
“জনগণের সমস্যার সমাধান করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অতীতের মতো ভবিষ্যতেও আমি জনগণের পাশে আছি এবং থাকব।”
তিনি আরও জানান, এলাকার উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, জনদুর্ভোগ লাঘব এবং তৃণমূল জনগণের কল্যাণ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু। এছাড়া তেজগাঁও থানা ও আওতাধীন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ