নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেফতার
রাসেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিম (২২) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাতে র্যাব-১১, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাদিম সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধী দমনে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাদিমকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এর আগে গত ১৮ জুন ২০২৫ তারিখে একই এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, গাঁজার ৮৪টি পুরিয়া, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির কাপড়, একটি ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তবে সেদিন অভিযানের খবর পেয়ে নাদিম তার ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। অভিযানে তার শয়নকক্ষ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নাদিমের কোনো সুনির্দিষ্ট পেশা নেই। সে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো।
তার বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত নাদিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআলো/এফএইচএস