এমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণের অভিযোগ, গ্রেফতার ১
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ স্টার কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করার অভিযোগে লা লিগার ক্লাব ওবিয়েদোর এক সমর্থককে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। গত ২৪শে আগস্ট ওবিয়েদোর মাঠে এমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণের বিষয়ে অভিযোগ করে রিয়াল। ৩-০ গোলে জয়ের ওই ম্যাচে ২ গোল করেন এমবাপ্পে।
কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী আক্রমণ করায় রিয়াল ওভেইদোর এক সমর্থককে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ পুলিশ জানিয়েছে, ওই সময় এক ব্যক্তিকে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন খরবই জানিয়েছে ইএসপিএন।
যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। তার পাশাপাশি ৬০ হাজার থেকে সাড়ে ৬ লাখ ইউরো পর্যন্ত জরিমানাও করা হতে পারে। সঙ্গে স্টেডিয়াম প্রবেশের নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে।
স্টেডিয়ামের ভেতরে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে এখন অনেক কঠোর ও সক্রিয় লা লিগা। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করায় ভ্যালেন্সিয়ার তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছিল।
বিআলো/শিলি