জাকসু নির্বাচন: কয়েকটি হলে হট্টগোল, এক হলে ভোটগ্রহণ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন হলে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফজিলাতুন্নেসা ছাত্রী হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তাজউদ্দীন আহমদ হলকেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ও তাদের প্যানেলের এজিএস প্রার্থী প্রবেশের চেষ্টা করেন। তবে নির্বাচনকেন্দ্রে ছাত্রদল নেতাকর্মীদের ঢুকতে না দেওয়ায় তারা নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে কেন্দ্রটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লেও ভেতরে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ফজিলাতুন্নেসা ছাত্রী হলে একই ভিপি প্রার্থী প্রবেশ করলে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এতে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুপুর সাড়ে ১২টা থেকে সেখানে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার রয়েছে কেবল নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিশন ও তাদের অনুমোদিত ব্যক্তিদের, এবং ভোটারদের। প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।
বিআলো/এফএইচএস