• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ত্বকের উজ্জ্বলতায় যে ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা 

     dailybangla 
    11th Sep 2025 4:03 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: অ্যালোভেরা, শতাব্দী ধরে ব্যবহৃত প্রাকৃতিক বিস্ময়, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা আপনার ত্বকের জন্য বিস্ময়কর কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকে পুষ্টি জুগিয়ে করে তোলে রেশমী, কোমল ও উজ্জ্বল। সূত্র: টিভি নাইন

    নিখুঁত ত্বক সবাই পেতে চায়। ত্বকের বার্ধক্যও এড়াতে চায় সবাই। কিন্তু এর জন্য করণীয় কী তা অনেকেরই অজানা। রূপ বিশেষজ্ঞরা বলছেন, ত্বককে দীর্ঘসময় সুন্দর রাখতে দারুণ কাজ করে অ্যালোভেরা। কিন্তু কীভাবে সঠিক নিয়মে এটি ব্যবহার করবেন, জানেন কী?

    এছাড়া চোখের চারপাশের কালো দাগ, ব্রণের দাগ, বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে কার্যকরী অ্যালোভেরা। ত্বকের লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধানেও কাজ করে এ ভেষজ উপাদান।

    আসুন জেনে নিই, ত্বকে অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম:
    অ্যালোভেরা ব্যবহারের জন্য প্রথমে ত্বক পরিষ্কার করে নিন। এবার বাজার থেকে আনা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করুন। এবার ত্বকে এটি ব্যবহারের জন্য-

    ১। অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস ও গোলাপজল। চাইলে মধু এবং শসার রসও এতে যুক্ত করতে পারেন।

    ২। সব ধরনের ত্বকের জন্য উপযোগী এ পেস্ট এবার নির্দিষ্ট স্থানে লাগিয়ে মালিশ করুন ৩ মিনিটের মতো।

    ৩। এরপর একটু ভারি প্রলেপ দিয়ে অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ সময় কথা না বলা ও মুখ নড়াচড়া না করা ভালো। তা না হলে ত্বকে ভাজের সমস্যা দেখা দেবে।

    ৪। এবার স্বাভাবিক পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।

    ৫। ভেজা ত্বক নরম কাপড় দিয়ে মুছে নিয়ে অলিভ অথবা আমন্ড ওয়েল ত্বকে মালিশ করুন।

    ৬। রাতে ঘুমানোর আগে এভাবে অ্যালোভেরা ব্যবহারে এক সপ্তাহেই চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করবেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930