• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেপালে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিমানের বিশেষ ফ্লাইট 

     dailybangla 
    11th Sep 2025 4:29 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কাঠমাণ্ডুতে রাজনৈতিক অস্থিরতায় ফ্লাইট স্থগিত হওয়ার পর আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ (বৃহস্পতিবার) একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

    বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ও ১০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা ছিল কিন্তু ফ্লাইট স্থগিত হওয়ায় যারা যেতে পারেননি, তারা আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিশেষ ফ্লাইট বিডি-৩৭৪-এ ভ্রমণ করতে পারবেন। সংশ্লিষ্ট যাত্রীদের দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে।

    এদিকে দুই দিনের স্থগিতাদেশের পর আজ থেকে ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা নিয়মিত ফ্লাইটও পুনরায় চালু হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

    রাজনৈতিক সংস্কারের দাবিতে তরুণদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে নেপাল সরকার ৯ ও ১০ সেপ্টেম্বর সাময়িকভাবে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল। এতে কাঠমাণ্ডুতে বাংলাদেশিসহ বহু বিদেশি যাত্রী আটকা পড়েন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930