উন্নয়ন বার্তার সম্পাদকের ছেলের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দৈনিক উন্নয়ন বার্তা পত্রিকার সম্পাদক শেখ মঞ্জুর বারীর ছেলে মশহুদ মঞ্জুর (বিইউপির বিবিএ ছাত্র) গত বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানানো হলেও এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
পরিবার সূত্রে জানা যায়, মশহুদের খালা বিশিষ্ট সাংবাদিক মাহাশরুপা টুবন দাবি করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। তিনি বলেন, আমার ভাগ্নে পানিতে ডুবে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। কারণ মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইতোমধ্যে পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে এবং হত্যা মামলা করা হবে।
বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর হুমায়ুন রোড খেলার মাঠে মশহুদ মঞ্জুরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে দৈনিক বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিআলো/এফএইচএস