বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫
dailybangla
11th Sep 2025 10:20 pm | অনলাইন সংস্করণ
এইচ আর হীর, বরিশাল ব্যুরো : বরিশালের মুলাদী সরকারি কলেজে বৃহস্পতিবার সকালে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় শিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানকে কেন্দ্র করে। শিবিরের অভিযোগ, ছাত্রদল তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, শিবির বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করায় উত্তেজনা ছড়ায় এবং প্রথম হামলা চালায় শিবির।
এ বিষয়ে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আসলে ঘটনাটি দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়েছিল। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিআলো/এফএইচএস