দ্রুত বাকসু নির্বাচন চায় শিক্ষার্থীরা
বরিশাল ব্যুরো : বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দ্রুত আয়োজনের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলেজ ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় তাদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়েছে। সভায় অংশ নেন মোস্তাফিজুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. হাসনাইনসহ অনেকে।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীরা জানান, আন্দোলন ছাড়া তাদের সমস্যার সমাধান হচ্ছে না, ফলে একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশা, দ্রুত বাকসু নির্বাচন হলে এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।
বিআলো/এফএইচএস