ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডে মঞ্চ ও মিডিয়ায় অভিনয়ের জন্য সম্মানিত হচ্ছেন রবিন
মালিবাগে জমকালো আয়োজন, অর্ধশতাধিক তারকার মিলনমেলা, দর্শকের ভালোবাসায় অনুপ্রাণিত শিল্পী রবিন
বিনোদন প্রতিবেদক: শিল্পের আলো ছড়িয়ে দেওয়া শিল্পীরা সবসময়ই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। তেমনি এক পরিশ্রমী ও মেধাবী অভিনেতা রবিন এবার পেলেন অভিনয়ের বড় স্বীকৃতি।
আজ রাজধানীর মালিবাগের স্কাইসিটি চার তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫। মঞ্চ ও মিডিয়ায় অভিনয়ে অবদান রাখার জন্য এই আয়োজনে সম্মাননা পাচ্ছেন রবিন। প্রায় অর্ধশতাধিক তারকাকে নিয়ে সাজানো হয়েছে জমকালো এই আয়োজন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রবিন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। দর্শকরাই শিল্পীর প্রাণ। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে অনুপ্রেরণা দেয়।”
মঞ্চ নাটক দিয়েই অভিনয়জীবন শুরু করেছিলেন রবিন। বর্তমানে তিনি মঞ্চ ও ভিজ্যুয়াল—দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন। এ মাসে তার অভিনীত তিনটি নাটক মঞ্চস্থ হবে এবং দুটি নতুন নাটক মুক্তি পাবে ইউটিউবে।
দীপ্ত টিভির একটি মেগা ধারাবাহিকের মাধ্যমে ভিজ্যুয়াল মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি এখন মঞ্চ নাটকের নির্দেশনাও দিচ্ছেন। একইসঙ্গে নতুন কিছু ভিজ্যুয়াল প্রজেক্টের পরিকল্পনাও চলছে তার হাতে।
রবিন মনে করেন, নাটক সমাজের বিভিন্ন গল্প তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এই পুরস্কার তার সেই প্রচেষ্টা ও শ্রমকে আরও মূল্যায়িত করল।
বিআলো/তুরাগ