বাগেরহাটে আসন বিভাজন নিয়ে অবরোধ, দুর্ভোগে সাধারণ যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে নতুন করে সংসদীয় আসন বিভাজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এর জেরে শুরু হওয়া আন্দোলনের কারণে পিরোজপুর থেকে ঢাকা ও খুলনাগামী সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শেষে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ৭২ ঘণ্টার নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, খুলনায় চিকিৎসা নিতে যাওয়া রোগীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে আছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি, মোটরসাইকেল বা ব্যাটারিচালিত গাড়িতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
পরিবহন শ্রমিক আলিম সিকদার বলেন, আসন বিভাজনকে কেন্দ্র করে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
আরেক শ্রমিক রফিক শেখ বলেন, ঢাকার সঙ্গে পিরোজপুরের যোগাযোগ পুরোপুরি বন্ধ। এতে আমাদের আয়ও বন্ধ হয়ে গেছে। সমস্যা দ্রুত সমাধান না হলে আমরা আরও বিপদে পড়ব।
ঢাকাগামী যাত্রী শাহরিয়ার আলম বলেন, অফিসের কাজে ঢাকায় যেতে হবে, কিন্তু কোনো পরিবহন পাচ্ছি না। সময়মতো যেতে না পারলে ক্ষতির মুখে পড়ব। সরকার দ্রুত সমাধান করে মানুষের ভোগান্তি কমানো উচিত।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান জানান, অবরোধে শুধু যাত্রীরাই নয়, পরিবহন খাতের কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দ্রুত সমাধান না হলে মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
বিআলো/এফএইচএস