অবশেষে স্থগিত হলো পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: অবশেষে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে আরইবি-পিবিএস সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতি। লক্ষ্য ছিল গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। তবে অ্যাসোসিয়েশনের অভিযোগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে সরকার গঠিত একাধিক কমিটির কার্যক্রম ব্যাহত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনে অংশ নেওয়ার কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ কর্মকর্তার জেল, ৪০ জনের চাকরিচ্যুতি, ৮৭ জনের বরখাস্ত, সাড়ে ৬ হাজার জনের বদলি এবং সাম্প্রতিক সময়ে আরও কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন দাবি করেছে, প্রায় দুই বছরের আন্দোলনকালীন সময়ে কখনোই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়নি। চলমান গণছুটি কর্মসূচিতে প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নিলেও উপকেন্দ্রগুলো সচল রেখে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়।
অ্যাসোসিয়েশনের অভিযোগ, আরইবি বারবার ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করছে এবং আন্দোলনকারীদের “দেশবিরোধী শক্তি” হিসেবে ট্যাগ দিচ্ছে, যা অপ্রত্যাশিত। তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সমাধানের আশ্বাস পাওয়ায় গণছুটি কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় এবং সরকারের আন্তরিক আশ্বাসে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়।
বিআলো/তুরাগ