ঝালকাঠিতে আমরা শাসক নয়, সেবক হিসাবে কাজ করতে চাই: জেলা আমির এ্যাড. হাফিজুর রহমান
জামায়াতের উদ্যোগে বন-জঙ্গল পরিষ্কার কার্যক্রম শুরু
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি পৌর গোরস্থান-২ অযত্ন-অবহেলায় পড়ে থাকার সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তবে এ বিষয়ে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজ রোড সংলগ্ন পৌর গোরস্তান-২ এর বন-জঙ্গল পরিষ্কার-পরিছন্নতার কাজ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমির এ্যাড. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ শহর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির অসংখ্য নেতাকর্মী।
পরিষ্কার-পরিছন্নতার কাজ শেষে জেলা আমির এ্যাড. হাফিজুর রহমান বলেন, “আমরা শাসক নয়, সেবক হিসেবেই জনগণের পাশে থাকতে চাই। এখানে যাদের দাফন করা হয়েছে, আল্লাহ তাদের মাফ করুন—এই দোয়া করি।
অনেকেই এখানে প্রিয়জনদের কবর জিয়ারত করতে আসেন, কিন্তু বন-জঙ্গলের কারণে কবর পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সেই কষ্ট লাঘব করতেই আমাদের এই পদক্ষেপ। আজ থেকে কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ এটি চলমান থাকবে।”
বিআলো/তুরাগ