“বিএনপির মনোনয়ন পেলে গাজীপুর-৬ আসনে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবেন আরিফ হাওলাদার”
গাজীপুর-৬ আসনে মনোনয়ন দিলে আসনটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো: এমপি প্রার্থী আরিফ হোসেন হাওলাদার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনের এমপি প্রার্থী মো: আরিফ হোসেন হাওলাদার।
সভায় তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী আমার পাশে আছেন। যদি বিএনপি আমাকে গাজীপুর-৬ আসনের মনোনয়ন দেয়, আমি সকলের সমন্বয়ে এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।”
আরিফ হোসেন হাওলাদার আরও যোগ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়লাভ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এ বিজয় উপহার দেব। আমি আশা করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে গাজীপুর-৬ আসনে বিপুল ভোটে জয়লাভ সম্ভব হবে।”
এ সময় তিনি গাজীপুর ও টঙ্গীতে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গাজীপুর মহানগর শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক, হাফিজ, কাজী কিবরিয়া, আমজাদ হোসেন সরকার, রুবেল, শাহ আলম প্রমুখ।
বিআলো/তুরাগ