• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধ্যরাতে অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলা-গুলিবর্ষণ! 

     dailybangla 
    13th Sep 2025 2:53 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: গতকাল শুক্রবার ভোরে ভারতের উত্তর প্রদেশের বেরেলি সিভিল লাইনসে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। যার জেরে এই হামলা বলে জানানো হয়েছে।

    এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে অপমানজনক মন্তব্য করার জেরে এ হামলার শিকার হয় দিশার আবাসস্থল। হামলার উদ্দেশ্য অভিনেত্রী দিশার বড় বোন সেনা কর্মকর্তা মেজর খুশবু পাটানিকে সতর্ক করা।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজের সমালোচনা করেন খুশবু। এক ধর্মীয় সভায় এ দুই ধর্মগুরু নারীদের উদ্দেশে অসম্মানমূলক শব্দ চয়ন করলে সোশাল মিডিয়ায় তার সমালোচনা করেন নারী এ সেনা কর্মকর্তা।

    ধর্মীয় সভায় ওই দুই ধর্মগুরু জানান, বিয়ের আগে ২৫ বছরের নারীরা লিভিং রিলেশন করে নিজেদের অসম্মান করছেন, মুখে চুলকানি দিচ্ছেন। এ বিষয়টিকে নারীর জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন খুশবু। খুশবুর যুক্তি, নারীদের পাশাপাশি পুরুষদেরও ক্ষেত্রেও এ অবমাননাকর শব্দ প্রয়োগ করা উচিত ছিল। কেননা বিয়ের আগে লিভিং রিলেশন খারাপ হলে শুধু নারী নয়, পুরুষ প্রসঙ্গেও এমন মন্তব্য করা উচিত। যা ওই ধর্মগুরু করেননি।

    খুশবুর সমালোচনাকে কেন্দ্র করেই উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় হামলা চালান দুর্বৃত্তরা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, হামলার পর সোশ্যাল মিডিয়ায় এর দায় শিকারও করেছেন কুখ্যাত গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য রোহিত গোদারা।

    ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সতর্কবার্তা দিয়ে তারা জানান, ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু-সন্তদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন, তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। যদিও এ স্ট্যাটাস কিছুক্ষণ পর ডিলেট করে দেন হামলাকারীরা।

    এদিকে অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলা হওয়ায় নড়েচড়ে বসেছে ভারত প্রশাসন। দিশার বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা ডেপুটি এসপি জগদীশ পাটানি। এদিকে বড় বোন সেনা কর্মকর্তা। তাই বাড়িতে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা।

    প্রসঙ্গত, অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা সতর্কবার্তা দিতেই এ হামলার ঘটনা ঘটান। তবে এ হামলাকে মোটেই হালকাভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন এসএসপি অনুরাগ আর্য।

    বেরেলি পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একাধিক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। তবে ঘটনা সম্পর্কে দিশা পাটানির মন্তব্য পাওয়া যায়নি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930