ইসরাইলে ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দাবি হুতির
আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবকে লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে। শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে। তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। সূত্র: টাইমস অব ইসরায়েল
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত হুতিরা।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ক্লাস্টার বোমার ওয়ারহেডযুক্ত ওই ক্ষেপণাস্ত্র তেল আবিবের ‘কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ আঘাত হানার জন্য নিক্ষেপ করা হয়।
ইয়েমেনের আল-মাসিরাহ টিভির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট সফলভাবে ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত ‘প্যালেস্টাইন–২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ইয়াফার সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটি ক্লাস্টার বোমার ওয়ারহেড কিনা এই বিষয়ে আইডিএফ কোনো মন্তব্য করেনি।
আইডিএফ বলছে, ভোররাত ৩টা ৪৫ মিনিটের দিকে তেল আবিবসহ ইসরাইলের মধ্যাঞ্চলের বহু শহর ও এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইরান-সমর্থিত হুতিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা।
এর আগে শনিবার সকালে আইডিএফ জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রটি আটকানোর পর এর ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইডিএফ আরও জানায়, ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর শনাক্ত করা হয় এবং সেটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
বিআলো/শিলি