টেকশেল বিজ্ঞাপনে স্বামী–স্ত্রী চরিত্রে দীপা খন্দকার ও হেদায়েত তুর্কী
বিনোদন প্রতিবেদক: নতুন একটি বিজ্ঞাপনে স্বামী–স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও নির্মাতা–অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কী। লাবণ্য মিডিয়া হাউজ প্রযোজিত এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে স্বনামধন্য ফার্নিচার কাভার প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেকশেল-এর পারিবারিক গল্প নিয়ে।
এ বিজ্ঞাপনে আরও অভিনয় করেছেন রিমঝিম অরিন, শিশু শিল্পী আবরার, তৃধা পাউল মন, মিশকাত, নিম্মি জামান, ঐশি মনি, সাবরিনা শানু লাকি, সোনিয়া পারভীন, কানিজ ফাতেমা সূচি, প্রীতি ইসলাম রুহি, জান্নাতুল নাঈম জয়া, জ্যোতি, মোল্লা সৌম্য রহমান, অনুরাগ, নাবিলা চৌধুরীসহ অনেকে।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। খুব শীঘ্রই এটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
বিজ্ঞাপনের মডেল ও নির্মাতা হেদায়েত উল্লাহ তুর্কী বলেন—
“দীপা খন্দকারের মতো একজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করতে সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আমার প্রথম বিজ্ঞাপন নির্মাণ শুরু হয়েছিল, আর এই কাজটি আমার ২৮তম বিজ্ঞাপন। চলতি মাসে আরও পাঁচটি বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
বিআলো/তুরাগ