ঢাকা-১৮ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ রাজধানীর উত্তরা দক্ষিণখানের ৪৮ নং ওয়ার্ডে বিএনপির কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে চেয়ারম্যানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।
একইসঙ্গে তিনি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
বক্তব্যে এম কফিল উদ্দিন বলেন, “আজ দেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা শুধু বিএনপির নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। আগামী দিনের পরিবর্তনের ভিত্তি হবে এই ৩১ দফা।”
তিনি আরও যোগ করেন, “রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং জনগণের সেবা করা। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। আগামী দিনের বাংলাদেশে বিএনপি গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।”
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী জানান, এম কফিল উদ্দিন আহমেদের এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে আশা জাগছে এবং দলের প্রতি আস্থা আরও সুদৃঢ় হচ্ছে।
বিআলো/তুরাগ