শোক সভায় আরিফিন তুষারকে স্মরণ করে অশ্রুসিক্ত সহকর্মীরা
কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারকে স্মরণ করে কাঁদলেন সহকর্মীরা
বরিশাল ব্যুরো: দৈনিক কালবেলা-এর বরিশাল ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের অকাল মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে আয়োজিত সভায় সহকর্মী সাংবাদিকরা প্রয়াত তুষারের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বক্তারা বলেন, বয়সে তরুণ হলেও কর্মনিষ্ঠা, মেধা ও সততার কারণে তুষার দ্রুত সবার আস্থা অর্জন করেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, স্ত্রী, সন্তান আরহাম এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে শুক্রবার ও শনিবার পৃথকভাবে মেহেন্দিগঞ্জের গ্রামের বাড়ি ও বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সে ইন্তেকাল করেন আরিফিন তুষার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিআলো/তুরাগ