• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “অদৃশ্য শক্তি নূরের ওপর হামলাকারীদের রক্ষা করছে” – আবু হানিফ 

     dailybangla 
    13th Sep 2025 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    নুরুল হক নুরের ওপর হামলার বিচার চেয়ে বিক্ষোভ-মশাল মিছিল

    মো. জুবায়ের আলম: গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর-এর ওপর বর্বর হামলার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের দাবিতে শুক্রবার সন্ধ্যা ৬টায় বাড্ডায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা।

    “নুরুল হকের ওপর হামলার চার দিনেও ব্যবস্থা নেই”

    গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছিল ২৯ আগস্ট রাতে। সেদিন পুলিশ ও সেনাবাহিনীর কিছু সদস্য নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আজও ১৪ দিন পেরিয়েছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হামলার স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও দোষীদের রক্ষা করতে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। সরকার আশ্বাস দিয়েছিলো, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।”

    তিনি আরও বলেন, “সরকার আমাদের যৌক্তিক দাবি উপেক্ষা করলে আগামীতে প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই হামলার ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিচারের আওতায় আনা হোক।”

    ফ্যাসিবাদ পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ

    আবু হানিফের অভিযোগ, “একদিকে গণঅভ্যুত্থানের শক্তির ওপর হামলা, অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাস্তায় মিছিলের সুযোগ দেওয়া গভীর ষড়যন্ত্র। এই দল দেশের ১৫ বছর ফ্যাসিবাদ চালিয়ে গেছে। ১৪ দল ও জাতীয় পার্টি সহ যারা ২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তাদেরও দায়ের আওতায় আনা উচিত।”

    তিনি ভারতের সঙ্গে সম্পর্কিত ষড়যন্ত্রের কথাও উল্লেখ করে বলেন, “আওয়ামী লীগকে পুনর্বূসনের নীল নকশা ভারত থেকে করা হচ্ছে। ভারতকে আগে নিজের দেশ সামলানো উচিত। শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালের হাওয়া ভারতেও শুরু হচ্ছে।”

    কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    গণঅধিকার পরিষদের সহ সভাপতি আরিফুর রহমান বলেন, “নুরুল হক নুর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপোষহীন চরিত্র। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সরকারের দূর্বলতার পরিচয়। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি দেবো।”

    হোসাইন নুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আলমগীর অপূর্ব, মোঃ ইমরান, আবির ইসলাম সবুজ, মোঃ রাজু, মিঠু, বনি আমিন সিফাত, জুবায়ের, শাওন প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930