রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ: জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল বিলম্বে অসন্তোষ
শিক্ষার্থীদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ
শিবির নেতারা প্রশাসন ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, “ডাকসু নির্বাচনের মতো জাকসুতেও আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। প্রশাসনের টালবাহানা এবং ছাত্রদলের বহিরাগতদের মিছিল প্রমাণ করছে, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।”
তিনি অভিযোগ করেন, বিএনপিপন্থী কিছু শিক্ষক বিদেশি প্রেসক্রিপশনের অজুহাতে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। সিবগাতুল্লাহ বলেন, “৮ হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত উপেক্ষা করে, তাহলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।”
পাশ্ববর্তী রাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ নিয়ে নাক গলানো বন্ধ করুন। ডাকসুতে ছাত্রশিবিরের বিজয় আসলে শিক্ষার্থীদের বিজয়।” তিনি দ্রুত জাকসু নির্বাচনের ফল প্রকাশ করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা থেকে মুক্ত করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী এবং ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ