নওগাঁয় ‘পঞ্চকবির প্রভা: আলো ও সুরের সন্ধ্যায়’ শীর্ষক সংগীতানুষ্ঠান
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ আয়োজন করে এই বিশেষ অনুষ্ঠান ‘পঞ্চকবির প্রভা: আলো ও সুরের সন্ধ্যায়’ শিরোনামে। অনুষ্ঠান উপচে পড়া দর্শক-শ্রোতায় মুখরিত হয়ে ওঠে।
অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী, একুশে পরিষদ নওগাঁর সভাপতি, অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রাণবন্ত সঞ্চালনা করেন এম এস এম আহনাফ নূর রাহী, আর অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল। তবলায় সহযোগিতা করেন রণজিৎ কুমার পাল, সঞ্জয় কুমার পাল ও এ কে এম সামসুজ্জোহা, কিবোর্ডে ছিলেন রাজেশ ভট্টাচার্য।
তিন ঘণ্টার এ আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় সম্পা ভট্টাচার্য, বিপুল কুমার, অপূর্ব কুমার পরিচালনায় বেশ কয়েকটি সম্মেলক গান পরিবেশন করেন, যা দর্শক-শ্রোতার মন জয় করে। একক গান থেকে শুরু করে ভিন্নধারার সংগীত—সবই উপস্থিত দর্শকদের আবেগতাড়িত করে। অনুষ্ঠানস্থল পুরো সময়জুড়ে ছিল প্রাণময় ও উচ্ছ্বাসে ভরপুর।
অনুষ্ঠানে ‘একুশে পরিষদ নওগাঁ’-র কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী এবং অসংখ্য সংগীতপ্রেমী দর্শক অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ