• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৈয়দপুরে পোল্ট্রি গবেষণা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত 

     dailybangla 
    13th Sep 2025 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    সালাম মাহমুদ: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে গতকাল (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

    সকালে আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আঞ্চলিক কেন্দ্রের নামফলক উন্মোচন করেন এবং একটি বৃক্ষরোপণের মাধ্যমে কেন্দ্রে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

    উদ্বোধনের পরে সৈয়দপুরের ইকু হেরিটেজ রিসোর্স সেন্টারে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সূচনা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। এতে সভাপতিত্ব করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুল করিম সরকার। তিনি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পটভূমি, লক্ষ্য-উদ্দেশ্য, চলমান উন্নয়ন এবং গবেষণা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। অতিথিরা একে একে তাদের বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ফরিদা আখতার বলেন, “মানুষের নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। দেশীয় মুরগি গবেষণার মাধ্যমে গ্রামীণ অঞ্চলে মা-বোনদের জন্য ছোট খামার তৈরি করা যাবে, যা তাদের সংসারের হাল ধরতে সহায়তা করবে।”

    সৈয়দপুর আঞ্চলিক কেন্দ্র বৃহত্তর রংপুর বিভাগের পোল্ট্রি খামারি, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক এবং গবেষকদের চাহিদা বিবেচনা করে স্থাপন করা হয়েছে। নীলফামারী জেলা শহর থেকে ২৩.৭ কিলোমিটার দক্ষিণে ৮ একর জমিতে এই কেন্দ্র স্থাপিত হয়েছে। ইতোমধ্যে সীমানা প্রাচীর, অফিস ও ল্যাবরেটরি ভবন, ব্রুডার, গ্রোয়ার ও লেয়ার শেড, বায়োগ্যাস প্লান্ট, ১৫০ কেভিএ সাবস্টেশন ও সোলার সিস্টেমসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ সম্পন্ন হয়েছে।

    কেন্দ্রে বর্তমানে ৪টি উন্নত বিদেশি পোল্ট্রি জাত—হোয়াইট লেগহর্ন, রোড আইল্যান্ড রেড, হোয়াইট রক এবং ব্যারেড প্লাইমাউথ রক—সহ রাজহাঁসের ২টি ভ্যারাইটি (হোয়াইট ও গ্রে) এবং মোট প্রায় ১৯০০ বার্ড সংরক্ষিত রয়েছে। আঞ্চলিক কেন্দ্র থেকে খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮টি ব্যাচে প্রায় ৩৫০০ খামারি ও উদ্যোক্তাকে প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মশালার সমাপনী বক্তব্য দেন ড. শাকিলা ফারুক, যিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930