• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ 

     dailybangla 
    14th Sep 2025 3:45 pm  |  অনলাইন সংস্করণ

    ছাত্রদলকে মৃত্যুর পথে পথ যাত্রী থেকে রক্ষা করা ও সুসংগঠিত করতে হলে বজলুল করিম চৌধুরী আবেদকে ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা বর্তমান সময়ের দাবি। নাম প্রকাশ না করার শর্তে দেখা যায় ১০% এর মধ্যে ৯ % পার্সেন্ট মতামত প্রদান করেন আবেদকে ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করার জন্য।

    জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট উদাত্ত আহ্বান ত্রিরত্নের কাছ থেকে ছাত্রদল কে মুক্ত করুন। ২৪ এ জুলাই বিপ্লবের প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দিন। তারেক রহমান এর পলিটিক্যাল সাইডের যে ত্রিরত্ন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের জীবনকে রক্ষা করুন। সময়োপযোগী নেতৃত্বের চাহিদার আলোকে নতুন নেতৃত্বের হাতের দায়িত্ব হস্তান্তর করুন। না হয় এক এক করে করে আগামীদিনে মাঠে দাড়াতে পারবেন না।
    এখন সময় এসেছে ছাত্রদলকে নতুন করে গড়ে তোলার; মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে। নইলে শুধু ছাত্রদল নয়, পুরো বিএনপির ভবিষ্যৎও সংকটে পড়বে।
    ছাত্রদল কে সুসংগঠিত করতে বিএনপির বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ভাই কে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক করা দরকার।
    ছাত্রদলের বর্তমান অবস্থার জন্য শুধু প্রতিপক্ষকে দোষারোপ নয়, ভেতরের অকার্যকর নেতৃত্ব আর দুর্নীতিগ্রস্ত চর্চাই মূলত দায়ী। শিবির যেভাবে শিক্ষার্থীদের বাস্তব সমস্যা নিয়ে কাজ করেছে, সেখানে ছাত্রদল ডুবে গেছে কমিটি বানিজ্য আর ক্ষমতার খেলায়।
    এখন সময় এসেছে ছাত্রদলকে নতুন করে গড়ে তোলার; মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে। নইলে শুধু ছাত্রদল নয়, পুরো বিএনপির ভবিষ্যৎও সংকটে পড়বে। সেই সাথে ট্যাগযুক্ত অপবাদ ও অপপ্রচার বন্ধ করুন। যে মিথ্যা মিশ্রিত ট্যাগ লাগানোর অপবাদ অপপ্রচার এর ভুলের মাশুল দিতে হয় স্বৈরাচারী হাসিনার ছাত্রলীগ কে। সেখান থেকেই পর্যায়ে শুরু হয়েছিল কোটাবিরোধী আন্দোলনের সুত্রপাত। তারপর তো জুলাই বিপ্লবের বিজয়।
    সদ্য ডাকসু নির্বাচন ২০২৫- ভরাডুবির মূল কারণ হচ্ছে এই ত্রিরত্ন ভান্ডারের ব্যর্থতা। সেই ত্রিরতেœর ভান্ডার থেকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদলের নেতৃত্ব। এই ত্রিরত্ন ভান্ডারের অনৈক্য মতবিরোধ ও মনমালিন্যসহ আরও কিছু বিষয়ে নেতৃত্বের অযোগ্যতা দুর্বলতাকেই স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ-সব ত্রিরত্নের ভান্ডার বর্তমান ২৪ এ জুলাই বিপ্লবের নতুন প্রজন্মের সামনে আর এসব খাওয়া দাওয়া পছন্দমানানসই হিসেবে গ্রহণ যোগ্যতা পাচ্ছে না। এই ত্রিরত্নে কাছে বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের মৃত্যুর পথে পথ যাত্রী হিসেবে উল্লেখ্য করা যায়।
    বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্মের নিকট এ-সব ত্রিরত্নের গ্রহণ যোগ্যতা কতটুকু সম্ভব আছে। বা জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার আছে! মোটেও না? উনারা ত্রিরত্নের কী সেই রকমের ব্যক্তিত্বে পর্যায়ে পৌঁছেছেন তাও না। ত্রিরত্নের উনারা কী সেই সমানে সমান প্রক্রিয়ায় এসে পৌছানোর সে যোগ্যতার আসনে উপনীত হয়েছে? মোটেও না।
    তাহলে কিভাবেই আশাবাদী হন ত্রিরত্নের তাদের মাধ্যমে আনরা বা দেশের ছাত্রজনতা ও দেশের সাধারণ মানুষেরা আজ তাদের বাণীকে গ্রহণ করবেন। এধরনের আশাবাদী ভরসার স্থল হিসেবে ত্রিরত্নের ভান্ডারের আশাবাদী করেন কীভাবে। ত্রিরত্নের অযোগ্য নেতৃত্বে অযোগ্যতার কারণে এ-সব ভরাডুবির মূল কারণ। এসব বিষয়ে অযোগ্যদের যখন যেখানে সেখানে পদবি ও দায়দায়িত্ব প্রদান করা হয় সে-সব নেতাদের কাছ থেকে ভাল ফলাফল আশাভরসায় বসে থাকা এ-সব বিষয় দল বিএনপি জন্য দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
    শেষ সমাপনী কথাটি আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি ছাত্রদল ও তার জীবন যৌবনের শক্তি কে ফিরিয়ে নিয়ে আসতে হলে বর্তমান ২৪এ জুলাইয়ে পরবর্তী বর্তমান বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদলকে সু-সংগঠিত করতে হলে একমাত্র সাবেক সফল ছাত্রনেতা ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক-( সাংগঠনিক ) দায়িত্ব প্রদান করা বর্তমান সময়ের দাবি জানাচ্ছি।

    বি: দ্রব্য: জাতীয়তাবাদী দল বিএনপি ৬ষ্ঠ কাউন্সিল পরবর্তী সময়ে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট উক্ত ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করার জন্য বেশ কয়েকবার যে দুজন প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ ভাইসহ তাদের পক্ষ এই পরামর্শের মাধ্যম এই দুজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট উদাত্ত আহ্বান জানান। তাদের পরামর্শকে প্রাধান্য দিয়েছেন তখনকারদিনে বেগম খালেদা জিয়া। কিন্তু দেশের পটভূমি রাজনীতি প্রেক্ষাপটে সেই সময়টি হয়নি। চলে গেলেন স্বৈরাচারী আওয়ামী লীগের মিথ্যা অসত্য ষড়যন্ত্রের মাধ্যমে কারাগারে। তারপর এ দুজন এক বছরের মধ্যে দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। এভাবেই উক্ত প্রস্তাবটি নিয়ে আর কথা বলা বা এগিয়ে যাওয়ার মতন লোকের অভাবের কারণেই আজ এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে ছাত্রদলের জীবনকে।

    লেখক: মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার

    সভাপতি, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন, লেখক কলামিস্ট ও ভারপ্রাপ্ত সম্পাদক বাংলা পোস্ট।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930