রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা
dailybangla
14th Sep 2025 4:32 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হয়। এতে কমিশনের সভাপতি হিসেবে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা রয়েছে।
বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ চলবে।
সংলাপ শেষে বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।
বিআলো/শিলি