• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা 

     dailybangla 
    14th Sep 2025 7:29 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের পদোন্নতি হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

    রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদায় সংবর্ধনায় উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, প্রতিটি মানুষ ভালো থাকুক। আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহযোগিতা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি।

    তিনি আরও বলেন, অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। হাতিয়ার মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব না।

    হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন খেরুদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান শিক্ষক কামরুল হোসেন, খোরশেদ আলম, তরপুরচন্ডী জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খন্দকার, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আওলাদ হোসেন, ইমাম হোসেন, মোঃ শফিউল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ ইলিয়াস, মনির আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ আলাউদ্দিন।

    এ সময় বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন, পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ ও মেধাবী কর্মকর্তা। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তিনার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার সুপরিকল্পিত কার্যক্রমের জন্য সদর উপজেলাবাসী সব সময়ই তাকে স্মরণ রাখবে। আমরা তিনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সুন্দর ভবিষ্যত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930