আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করব: মেজর রেজাউল করিম (অব.)
dailybangla
14th Sep 2025 10:18 pm | অনলাইন সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) মেজর ও মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম (রেজা)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট এলাকায় তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় রেজাউল করিম রেজা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে আমি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করব।”আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে দল।
তিনি সকল নেতাকর্মীকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ও প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় স্থানীয় বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান