হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কুবির সেই ছাত্রীকে: আসামির স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিনকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি মো. মোবারক হোসেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
ওসি বলেন, আসামি মো. মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন হত্যার আগে সুমাইয়াকে ধর্ষণ করেছেন।
তিনি আরও জানায়, মোবারক হোসেন সুমাইয়াকে হত্যার আগে ধর্ষণ করেন। ঘটনাটি দেখে ফেলেন সুমাইয়ার মা তাহমিনা বেগম ফাতেমা। তাই প্রথমে তিনি সুমাইয়ার মাকে বালিশ-চাপা দিয়ে হত্যা করেন। এরপর সুমাইয়ার কাছে আবার যান মোবারক। তখন সুমাইয়া বাঁধা দিলে তাকে তিনি গলাটিপে হত্যা করেন। ঘাতক মোবারক আদালতে মা-মেয়েকে হত্যার বর্ণনা দেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ষণের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড়-চোপড়, বিছানার চাদরসহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে। গ্রেপ্তারের পর মোবারক দুই জনকে (মা-মেয়ে) হত্যার দায় স্বীকার করে গত ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলী আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এসে পৌঁছালে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে। সুমাইয়া ও তার মাকে হত্যার ঘটনায় মোবারক হোসেন একমাত্র আসামি, এ ঘটনায় অন্য কেউ জড়িত নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মা তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওইদিন রাতে পালিয়ে যাওয়ার সময় নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে।
বিআলো/শিলি