ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, প্রতিবেশী ভারতের বারবার অনুরোধে এবার ১২০০’শ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দেশের চাহিদাকে আমরা সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি। প্রতিবেশী হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে চাহিদার তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহও হ্রাস পেয়েছে। তবে চলতি মাসেই দেশের কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় তিনি গবাদিপশুকে এলএসডি মুক্ত করার উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলাকে সম্পূর্ণভাবে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি