জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
মো. রাসেল মিয়া: আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, “গণঅভ্যুত্থানের ১৪ মাস অতিক্রম হতে চলেছে, অথচ এখনো জুলাই সনদ ঘোষণা করা হয়নি। এ নিয়ে একাধিক বৈঠক হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ প্রত্যাশা ছিল, জুলাই সনদই হবে আগামীর বাংলাদেশ নির্মাণের দিকনির্দেশনা।”
তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হতে হবে। কারণ, গত ৫৪ বছরের প্রচলিত নির্বাচনী পদ্ধতি দেশকে বারবার পিছিয়ে দিয়েছে।
ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবি ১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন। ২. নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে করা। ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫. বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ ছাড়া এসব দাবির পক্ষে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিআলো/এফএইচএস