কাঁচপুরে আবু সাঈদ পাঠাগারকে জেলা প্রশাসকের অনুদান
মনিরুল ইসলাম মনির, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে অবস্থিত শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারকে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার জেলা প্রশাসক নিজ কার্যালয়ে পাঠাগার কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এবং জুলাই বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের স্মরণে স্থানীয় ছাত্র-জনতার সম্মিলিত উদ্যোগে কাঁচপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয় এই পাঠাগার। পাঠাগারটির নামকরণ করা হয়েছে “শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার”। প্রতিষ্ঠার পর থেকেই এটি এলাকাবাসীর কাছে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গুরুত্ব পেতে শুরু করে।
পাঠাগারের সার্বিক উন্নয়ন এবং পাঠোপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মাধ্যমে পাঠাগারের অবকাঠামো উন্নয়ন, বই সংগ্রহ বৃদ্ধি ও তরুণদের শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।
অনুদান প্রদানের সময় জেলা প্রশাসক আশা প্রকাশ করেন যে, এই পাঠাগার তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত হতে সহায়তা করবে। পাঠাগারের কার্যক্রমের মাধ্যমে শিক্ষিত ও সচেতন নাগরিক গড়ে উঠবে, যারা ভবিষ্যতে রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
বিআলো/তুরাগ