নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন এবং তাদের ইউনিটের সামষ্টিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত কর্মকর্তাদের সমস্যার সমাধান করার নির্দেশ প্রদান করেন। এরপর দুপুর ১২টায় আগস্ট মাসে জেলার বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করার নির্দেশ প্রদান করেন। এসময় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদেরও স্বীকৃতি দেওয়া হয়। সোনারগাঁও থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুল রশিদ ওয়ারেন্ট তামিলকারীর শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হন সোনারগাঁও থানার এসআই (নিঃ) সামরিুল হোসেন।
এছাড়া বন্দর থানার এসআই (নিঃ) মোঃ শরীফ হোসেন শ্রেষ্ঠ মামলার রহস্য উদঘাটনকারী এবং ট্রাফিক শাখার সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে স্বীকৃতি পান। জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই (নিঃ) ফরিদুল ইসলামও উত্তম কাজের জন্য পুরস্কৃত হন।

বিআলো/তুরাগ